বটিয়াঘাটায় দুনীতি দমন কমিশনের আলোচনা সভা অনুষ্ঠিত ।
বটিয়াঘাটা দুর্নীতি দমন কমিশন ‘র আয়োজনে ও সমন্বিত কার্যালয় খুলনা, উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন বটিয়াঘাটা শাখার বাস্তবায়নে গণ সচেতনতা বৃদ্ধি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আলোচনা সভা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুনীতি দমন কমিশনের উপজেলা সভাপতি মনোরঞ্জন মন্ডল’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । উপজেলা দুর্নীতি দমন কমিশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি । বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার, খুলনা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ শামীম রেজা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,প্রধান শিক্ষক দেবদুলাল ,অবঃ প্রধান শিক্ষক অনীল কুমার মন্ডল, সহকারী শিক্ষক ননী গোপাল গোলদার, মৃত্যুঞ্জয় বিশ্বাস, অংশুপতি মল্লিক সহ বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয, সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়,বয়ারভাঙ্গা বিশ্বেম্বর মাধ্যমিক বিদ্যালয় ও হোগলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ । অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।