চরমহল্লা ইউনিয়নে হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে টেটিয়ারচর বাজারের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপজেলা হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক দিলোয়ার হোসেন সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার অনুষ্ঠানটি পরিচালনা করেন। এসময় ইউনিয়নের জন্য ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও তোফায়েল খান বিপন, সদস্য জামিল হোসেন, ইকবাল হোসেন, দিলোয়ার আহমদ জয়, জুয়েল আহমদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, ইউপি সদস্য গিয়াস উদ্দিন ও ছালেহ আহমদ, সমাজসেবক আবুল লেইছ, আল আমিন, মাওলানা মোস্তাক আহমদ, আমজাদ আলী প্রমুখ।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তরুণ সংগঠক মাসুম আহমদকে আহ্বায়ক, আব্দুল আলীম ও ময়নুল হককে যুগ্ম আহ্বায়ক এবং জাকির হোসেনকে সদস্য সচিব করে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ইয়াকুব আলী, ছাব্বির আহমদ, নিজাম উদ্দিন, আকল মিয়া, নায়েব আলী, মকছুদুর রহমান, নবীর হোসেন, মাসুক মিয়া, সিরাজ মিয়া ও আবু তালেব।