মহানবী (সা.)-এর জীবন তরুণদের চরিত্র গঠনের সর্বোত্তম রোল মডেল – ধর্ম উপদেষ্টা
ঢাকা, বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনকথা তরুণ প্রজন্মের জন্য সর্বশ্রেষ্ঠ অনুকরণীয় মডেল। নবী করীম (সা.)-এর আদর্শ অনুসরণ করলে যুব সমাজ আত্মশুদ্ধি, নেতৃত্বগুণ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করতে সক্ষম হবে।
বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে বিশিষ্ট ইসলামি গবেষক ড. মিজানুর রহমান আজহারীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
ড. খালিদ হোসেন বলেন, বর্তমান প্রজন্ম নানা চ্যালেঞ্জ ও সংকটের মধ্য দিয়ে এগোচ্ছে—শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক সম্পর্ক কিংবা মানসিক চাপ—সব জায়গায় তারা সমস্যায় জর্জরিত। রাসূলুল্লাহ (সা.)-এর জীবন সংগ্রাম থেকে তারা শিখতে পারে কীভাবে ধৈর্য, প্রজ্ঞা ও নৈতিকতার মাধ্যমে প্রতিবন্ধকতা অতিক্রম করে উন্নতির পথে এগিয়ে যেতে হয়।
তিনি আরও বলেন, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে যুদ্ধক্ষেত্র—সবখানেই রাসূলুল্লাহ (সা.) ছিলেন সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত। তাই নেতৃত্ব ও চরিত্র গঠনে তরুণদের জন্য সিরাত চর্চা অপরিহার্য।
ধর্ম উপদেষ্টা জোর দিয়ে বলেন, “রাসূল (সা.) আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণে দুনিয়া ও আখেরাত উভয় ক্ষেত্রেই মুক্তি ও কল্যাণ লাভ সম্ভব। সিরাতের অনুশীলনের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।”
সাক্ষাৎকালে বিশ্বব্যাপী তরুণদের মাঝে সিরাত চর্চা জোরদার করার কৌশল ও মুসলিম উম্মাহর কল্যাণে নানা বিষয় নিয়েও আলোচনা হয়।
এসময় ড. মিজানুর রহমান আজহারী আগামী ২২ সেপ্টেম্বর ঢাকার কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত সিরাত সম্মেলনে যোগদানের জন্য ধর্ম উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।