ছাতকে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার
ছাতকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতের দিকে ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের রাউলী গ্রামের জনৈক আব্দুল মজিদের বাড়ির সন্নিকটস্থ একটি পরিত্যক্ত জায়গা থেকে এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনার খবরে পুরো এলাকা চাঞ্চল্যপূর্ণ হয়ে উঠেছে। অনেকেই এটিকে রহস্যজনক ঘটনা হিসেবে দেখছেন। এ নিয়ে আলোচনা চললেও, এখনও পর্যন্ত কেউ অস্ত্রটি কোথা থেকে বা কেন সেখানে রাখা হয়েছিল তার সঠিক তথ্য জানাতে পারেনি।
ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান সংবাদটির সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা অভিযান চালিয়ে একটি পিস্তল উদ্ধার করেছি। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনার যথাযথ তদন্ত চলছে এবং যারা এতে জড়িত তাদের সনাক্ত করতে পুলিশ সব ধরনের চেষ্টা চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার স্থানীয় জনসাধারণের জন্য নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা চাই কেউ অগ্নিশস্ত্রের মাধ্যমে আইনশৃঙ্খলা ব্যাহত করতে না পারে।”
স্থানীয়রা আশা করছেন, এই অভিযান আরও সচেতনতা সৃষ্টি করবে এবং পরবর্তী সময়ে অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।