উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডি : নিহত ও আহত পরিবারের পাশে বিএনপি পরিবার
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। তিনি নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা ও মানবিক সহায়তার বার্তা পাঠিয়েছেন।
বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেলে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন। দলের যুগ্ম মহাসচিব ও সংগঠনের উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত সারিয়া আক্তারের পরিবার এবং আহত শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষিকা সুমাইয়া রহমান লরিন, শিক্ষার্থী তাছরুবা মাহাবিন ও নুরে জান্নাত ইউশার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে।
এসময় তারেক রহমানের পক্ষ থেকে নিহত ও আহত পরিবারের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আশ্বাস দেন যে, বিএনপি পরিবার সবসময় তাদের পাশে থাকবে।
মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন— সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও রুবেল আমিন।
এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব হাজী মোস্তফা জামান, যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দীন, আফাজ উদ্দীন আফাজ, তুরাগ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মতি মিয়া, বিপ্লব হোসেন, রফিক মোল্লা, সাবেক নেতা আবু তাহের খান আবুল, মোস্তফা কামালসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন— “এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা শুধু পরিবার নয়, পুরো জাতিকে ব্যথিত করেছে। বিএনপি পরিবার কষ্টের এই সময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখবে।”