বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের উখিয়ায় আন্দোলনে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া: ২৭ জনকে হেফাজত থেকে মুক্তি ধোবাউড়ায় মোবাইল কোর্টের অভিযানে  ৩টি  মামলায় জরিমানা আদায়। উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডি : নিহত ও আহত পরিবারের পাশে বিএনপি পরিবার ছাতকে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নবীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মোহনগঞ্জে নবযোগদানকৃত ইউএনও’র মতবিনিময় সভা জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারাকান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ধর্মপাশায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন

ছাতকে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৩ সময় দেখুন

ছাতকে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র‌্যালি, পথসভা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রওশন কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপির সদস্য তানিমুল হক তানিম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহা উদ্দিন শাহী, স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন মিয়া, এ জে মনন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনসুর আহমেদ, রাকিব আলী, মাসুক আহমদ, তোফায়েল আহমদ বিপন, এড. জাহাঙ্গীর আলম রাসেলসহ আরও অনেকে।

পরে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিদ্যালয় ও হাসপাতাল এলাকায় ডাস্টবিন স্থাপন এবং বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতার অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD