গোমস্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, আটক ৮
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৮ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার রহনপুর রেলস্টেশন কেডিসিপাড়ায় এ অভিযান চালানো হয়। এতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও কাস্টমসের সমন্বয়ে একটি টাস্কফোর্স টিম অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেল।
অভিযান চলাকালে ৮৪০ পিস ইয়াবা, ১৪০ গ্রাম হেরোইন, ৪৬৯ পুরিয়া হেরোইন, ১৩শ গ্রাম গাঁজা, ১৯ লিটার চোলাই মদ, নগদ ৫৬ হাজার ১৭৫ টাকা, তিনটি হেরোইন পরিমাপক মেশিন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মোট আটজনকে আটক করা হয়।
এর মধ্যে পাঁচজনের বিরুদ্ধে তিনটি নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা হলেন—
মোসা. আছমা বেগম (৫৫)
মো. তানু (৪৫)
মোসা. চিরল (৩৮)
মোসা. বিজলী (৫০)
মোসা. বুধি (৫০)
অন্যদিকে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়। তাদের মধ্যে দুইজনকে এক মাস করে এবং একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তারা হলেন—
মো. আরিফ (২৯)
মো. মরু (৪০)
মো. কাদির (৪৫)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।