যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু – কয়ছর এম আহমদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, “যারা নির্বাচনের বিরোধিতা করছে, তারা জনগণের পাশাপাশি দেশ ও গণতন্ত্রেরও শত্রু।”
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। জগন্নাথপুরের বুক চিড়ে প্রবাহিত নলজুর নদী খননের নামে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে, অথচ নদীটি সরু খালে পরিণত হয়েছে। ফলে নৌপথে চলাচল ব্যাহত হচ্ছে এবং কৃষিজমিতে সেচ কার্যক্রমে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে।
কয়ছর এম আহমদ আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় বাস্তবায়নের মাধ্যমে নলজুর নদীসহ ভরাট হওয়া খাল খনন করা হবে। এর ফলে কৃষক-কৃষাণীর মুখে আবারও হাসি ফুটবে।
তিনি অভিযোগ করে বলেন, যারা জানে নির্বাচনে গেলে একটি আসনও পাবে না, তারাই নির্বাচনের বিরোধিতা করছে। কিন্তু দেশের মানুষ অবাধ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে নির্বাচন আদায় করবে।
এ সময় তিনি জগন্নাথপুরে নলজুর নদীর ওপর নির্মাণাধীন আর্চ ব্রিজের ধীরগতির কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ব্রিজটির কাজ বিলম্বিত হওয়ায় জগন্নাথপুর পৌরবাসীসহ আশপাশের এলাকার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত কাজ শেষ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
একইসঙ্গে বৈষম্যহীন উন্নয়নের মাধ্যমে জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলায় রূপান্তরের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
—
সভার আয়োজন
১৯ আগস্ট বিকালে জগন্নাথপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পৌর পয়েন্টে দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ সামছুল ইসলাম শাহীন এবং পরিচালনা করেন পৌর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক এম এ মতিন।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন—
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা
জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিটু
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মির্জা আবুল কাশেম স্বপন
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুল হক সমছু ও তকবুর মিয়া
যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া
পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া ও সদস্য সচিব শামীম আহমদ
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমীন
কলেজ ছাত্রদল সভাপতি জাকারিয়া আহমদ ও সাধারণ সম্পাদক সাখাওয়াত
পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমদ ও যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন
সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির নেতা, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন ক্বারী মোঃ ফয়জুর রহমান।