বীরগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে গাছ কাটাসহ প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগড় ইউনিয়নের ভাবকী গ্রামে জমি দখল সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কর্তন, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে গত ১৭ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে। ভুক্তভোগী মো. গোলাম আযম (২৫) এ ঘটনায় বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন ধরে তিনি ইউক্যালিপটাস ও মেহগনি গাছ লাগিয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। কিন্তু ওইদিন একই এলাকার মো. আব্দুল বাসেদসহ আরও নয়জন ধারালো অস্ত্র, লাঠিসোটা ও লোহার রড নিয়ে জোরপূর্বক জমিতে প্রবেশ করে। তারা জবরদখলের চেষ্টা চালিয়ে মেহগনি গাছ কেটে ক্ষতি সাধন করে।
বাদী গোলাম আযম বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধরের জন্য তেড়ে আসে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে তারা গাছ কাটার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। যাওয়ার সময় তারা পুনরায় বাধা দিলে প্রাণে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী গোলাম আযম থানায় অভিযোগ দায়ের করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বীরগঞ্জ থানার এসআই সুমন দেবনাথ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।