মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
শমশেরনগর জেনারেল হাসপাতালে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত সিলেটে ড. মাহমুদুর রহমানের বক্তব্য আশুগঞ্জে সেনা অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের পর্যটন কেন্দ্র সংরক্ষণে ক্লিন সিটির মানববন্ধন লালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন তারাকান্দায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ধোবাউড়ায় উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিমান বাহিনীর অসতর্কতায় উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনা – মোস্তফা জামান কাহারোলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন কেন্দ্র সংরক্ষণে ক্লিন সিটির মানববন্ধন

সিলেট প্রতিনিধি ::
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৯ সময় দেখুন

সিলেটের পর্যটন কেন্দ্র সংরক্ষণে ক্লিন সিটির মানববন্ধন

সাদাপাথর ও জাফলং রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি — ডা. অচিনপুরী

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং ক্লিন সিটি সিলেটের উপদেষ্টা ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।

তিনি বলেন, “আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অঞ্চল যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায়, তবে সিলেট শুধু দেশের নয়, আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান করে নিতে পারবে। এজন্য পর্যটন এলাকা পরিচ্ছন্ন রাখা, যোগাযোগব্যবস্থা উন্নত করা এবং ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।”

তিনি সতর্ক করে আরও বলেন, সিলেটের অন্যতম আকর্ষণ সাদাপাথর এলাকা ধ্বংসের মুখে, অথচ কার্যকর প্রশাসনিক উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।

ডা. অচিনপুরী মনে করেন, সিলেটের উন্নয়ন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কঠোর বাস্তবায়নের মাধ্যমে পর্যটন খাতকে এগিয়ে নিতে হবে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ক্লিন সিটি সিলেট আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক কাসমির রেজা।

এছাড়া বক্তব্য রাখেন—

ক্লিন সিটি সিলেটের সভাপতি নাজিব আহমদ,

তরুণ পরিবেশ সংগঠক শাহ শিকান্দার আহমদ শাকির,

তরুণ সংগঠক ও কবি জেনারুল ইসলাম,

কবি ও সাংবাদিক জালাল জয়,

সংগঠনের অর্থ সম্পাদক আবু তাহের,

দপ্তর সম্পাদক নাসির আহমদ তানবীর,

সহ আইটি ও মিডিয়া সম্পাদক জুবায়ের আহমদ,

লজিস্টিক সম্পাদক ফাহিম আহমদ, সহ-লজিস্টিক সম্পাদক ইশতিয়াক হোসেন মারুফ,

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্য ও তরুণ কর্মীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD