লালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান। তিনি অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন এবং মৎস্য উৎপাদন ও সমৃদ্ধির গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ্, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মাদ মামুনুর রশিদ, লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, আনসার ভিডিবি কর্মকর্তা আরজু খাতুনসহ বিভিন্ন সরকারি ও স্থানীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি র্যালি, পোনা অবমুক্ত, আলোচনা সভা এবং সফল মৎস্য চাষীদের পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়। বিশেষ করে পোনা অবমুক্তির কার্যক্রমে স্থানীয় নদী ও খালগুলোতে দেশি মাছের পোনা ছাড়ার মাধ্যমে জলাশয়ের জৈব বৈচিত্র্য রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সফল মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ করে তাদের উদ্যম ও কর্মদক্ষতা উজ্জ্বল করার চেষ্টা করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর মিলিতভাবে আশা প্রকাশ করেছেন, এই জাতীয় মৎস্য সপ্তাহের আয়োজন স্থানীয় মানুষকে মৎস্য চাষের প্রতি উৎসাহিত করবে এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করবে।