তারাকান্দায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ময়মনসিংহের তারাকান্দা থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রমজান আলী (৪০) কাকনী ইউনিয়নের পানিহরি গ্রামের মো. আতিক হত্যা মামলার আসামি। তিনি স্থানীয় মো. আহাম্মদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতের দিকে গাজীপুর জেলার জৈনা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১৮ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়।
তারাকান্দা থানা পুলিশের এএসআই মো. নজরুল ইসলাম বলেন, “মো. আতিক হত্যা মামলার ১নং আসামি রমজান আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি গাজীপুর জেলায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশে আমাদের সঙ্গীয় ফোর্স রমজান আলীকে গ্রেফতার করেছে।”
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান নিশ্চিত করেছেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।