ধোবাউড়ায় উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন ধোবাউড়া থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জি এম আজাহারুল ইসলাম কাজল, কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন, মঞ্জুরুল হক, হুমায়ুন সরকার, নজরুল ইসলাম মুকুল, আনোয়ার হোসেন খান, এনসিপি সমন্বয়কারী আতিকুর রহমান, গণঅধিকারের সভাপতি জিন্নত আলী, আইনশৃঙ্খলা কমিটির সদস্য ইয়াসিন আরাফাত তুষার এবং ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেমসহ অন্যান্য সদস্যবৃন্দ।