কাহারোলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবায়দা নাজনীন।
১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত নানা আয়োজনে চলবে এ মৎস্য সপ্তাহ। কর্মসূচির মধ্যে রয়েছে—পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ, নির্ধারিত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, শোভাযাত্রা, অতিথিদের বক্তব্য, মৎস্যজীবী ও চাষিদের মতবিনিময়, আলোচনা সভা এবং শুভ উদ্বোধনী অনুষ্ঠান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা সমবায় কর্মকর্তা সারোয়ার মুর্শেদ এবং ভেটেরিনারি সার্জন মোঃ আসাদুজ্জামান শুভ। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবায়দা নাজনীন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য চাষি ও জেলেরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, প্রদর্শনী সমিতির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।