জকিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান
সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে জকিগঞ্জে সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ আগস্ট) উপজেলার মুলিকান্দি গ্রামের শ্রী শ্রী রাধা মদন গোপাল আশ্রম থেকে শোভাযাত্রাটি বের হয়ে পল্লীশ্রী বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় আশ্রমে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ সারথি ভট্টাচার্য। পরে আশ্রম প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা, গীতা পাঠ, শত কণ্ঠে বিশেষ প্রার্থনা, লীলা কীর্ত্তন ও সন্ধ্যায় আরতি, শ্রীমদ্ভগবতীয় আলোচনা এবং বিশেষ পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বহু ভক্ত-অনুরাগী অংশ নেন। দিনব্যাপী আয়োজনে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।