গোমস্তাপুরে অজ্ঞাত নারীর জবাই করা লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অজ্ঞাত পরিচয়ের এক নারী (৫০) এর জবাই করা লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের যোগীবাড়ি বুড়িতলা গ্রামে এ ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, সন্ধ্যার পর স্থানীয়রা সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সাদিরুল ইসলামের আমবাগানে নারীর জবাই করা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে লাশটি দেখালেও কেউ শনাক্ত করতে পারেনি। রাত ১১টা পর্যন্তও লাশের কোনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, লাশে পচন ধরেছে এবং ধারণা করা হচ্ছে ঘটনাটি ২-৩ দিন আগে ঘটেছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ থানায় নেওয়া হবে এবং পরদিন সকালে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলেই ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।