বিরলের জীবন-মহলে অসামাজিক কার্যকলাপ ও দরবারশরীফ বন্ধের দাবিতে প্রতিবাদ সভা
বিরলের জীবন-মহলে ও অসামাজিক কার্যকলাপ বন্ধসহ জীবন চৌধুরীর বিচার ও দরবারশরীফ বন্ধের দাবিতে এবং জীবন চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রতিবাদ সভা পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯ টা থেকে উপজেলার চককাঞ্চন জীবন মহল পার্কের সামনে পাল্টাপাল্টি এই কর্মসূচী করে সংশ্লিষ্টরা। সকল ইসলাম প্রিয় তৌহিদী জনতা বিরল উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ শেষে পরে উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা এর নিকট স্মারকলিপি প্রদান করেন উপজেলার আলেম-ওলামাবৃন্দ। আর জীবন মহল পার্কের সাথে সংশ্লিষ্টরা ড. জীবন চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রধান গেটের সম্মূখে প্রতিবাদ সভা করে বক্তব্য রাখেন। স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ যে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সক্রিয়ভাবে ভূমিকা পালন করায় কোনরকমের অপ্রীতিকর ঘটনাছাড়াই প্রতিবাদ সভার বক্তব্য শেষে অপরপক্ষের একটি বিক্ষোভ মিছিল ইসলাম প্রিয় তৌহিদী জনতার ব্যানারে বের হয়ে চককাঞ্চন মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি খায়রুজ্জামান, দিনাজপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাবিদ, বিরল উপজেলা সভাপতি মাওলানা হাসান আলী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আরমান আলী, ছাত্র আন্দোলনের সভাপতি ফারহান আব্বাস, যুব আন্দোলনের সভাপতি মাওলানা আবু রায়হান, উপজেলা যুব আন্দোলনের সেক্রেটারি ফজলে রাব্বিসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে মহান সৃষ্টিকর্তার দরবারে আকুতি জানিয়ে মুনাজাত করা হয়।
উল্লেখ্য, ১৬ আগস্ট ২০২৫ শনিবার রাতে জীবন মহল পার্ক এর হোয়াইট হাউজ রিসোর্টে অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ম্যানেজার মোজাম্মেল হক ও সহকারী ম্যানেজারন জুয়েল রানা’সহ ০৭ জনকে কারাদন্ডসহ ৩৮ হাজার ৫০০ টাকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদন্ডাদেশ প্রদান করেন দিনাজপুরের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। এরপর ইসলাম প্রিয় তৌহিদী জনতা বিরল উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচি প্রণয়ন করলে জীবন মহল পার্কে কর্মরত ব্যাক্তি ও তাদের পরিবার এবং শুভাকাঙ্খিগণ ড. জীবন চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রতিবাদ সভা পৃথকভাবে আয়োজন করে।