রাণীশংকৈলে গণসংহতি আন্দোলন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর গণসংহতি আন্দোলন কর্তৃক আয়োজিত ৮ টিমের ফুটবল খেলার ফাইনাল খেলা
১৭ ই আগস্ট (রবিবার) বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল ফুটবল খেলার খেলার প্রধান অতিথি হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, সফর সঙ্গী সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া ঠাকুরগাঁও আসার পথে, জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রবিউল ইসলামের সঞ্চালনায় বিকেল চারটায় জেলা কার্যালয়ে মতবিনিময় সভা করেন।
পরবর্তীতে ধর্মঘড় ডি,কে কলেজ মাঠে মহারাজা হাট ফুটবল একাডেমি এবং ধনী বস্তি ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধনী করেন বিজয়ী এবং রানারআপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন।
চূড়ান্ত খেলায় ২/০ গোলে ধনী বস্তি বিজয়ী হয়েছে এবং মহারাজার হাট রানার্সআপ হয়েছেন।