ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর রঙিন উদ্বোধন
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট) ময়মনসিংহে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট)। উদ্বোধনী দিনে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের পাশে অবস্থিত পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা পরিষদ মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, “মাছে-ভাতে বাঙালি” শুধু একটি প্রবাদ নয়, বরং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। মাছ এ অঞ্চলের মানুষের প্রধান খাদ্য এবং স্বাস্থ্যকর প্রোটিনের অন্যতম উৎস। বর্তমানে দেশের মোট মাছের চাহিদার প্রায় ৬০ শতাংশ পূরণ হচ্ছে চাষকৃত মাছ থেকে। তবে মাছের খাদ্যে ক্ষতিকর ধাতব উপাদান মেশানো এক বড় হুমকি। তাই নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় বিষাক্ত উপাদান সম্পূর্ণভাবে বাদ দিতে হবে।
তিনি আরও বলেন, ময়মনসিংহ বিভাগে দুই লাখেরও বেশি মৎস্যচাষী রয়েছেন এবং এ খাতে প্রবৃদ্ধি আশাব্যঞ্জক। স্থানীয় উৎপাদিত মাছ দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্যও পদক্ষেপ নিতে হবে। শুধু মৎস্য সপ্তাহ উপলক্ষে নয়, সারাবছর মৎস্য সম্পদ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা থাকতে হবে এবং আরও অভয়াশ্রম গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ফাল্গুনী নন্দী এবং মৎস্য অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। এ ছাড়াও সভায় অংশ নেন মৎস্যচাষি, ব্যবসায়ী, আড়ৎদার, শিক্ষার্থী, শিক্ষক, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।