বিএসএফের মাধ্যমে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার মহিষখলা সীমান্ত দিয়ে ভারতে নিহত এক বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে মেইন পিলার ১১৮৮ এর কাছে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করা হয়। পরে কলমাকান্দা থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে বিজিবি।
নিহতের নাম মো. আকরাম হোসেন (৩২)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে।
স্থানীয় বিজিবি জানায়, নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরতের প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে তা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আকরাম হোসেন সম্প্রতি ভারতের মেঘালয়ে স্থানীয়দের হামলায় নিহত হন।