লোহার রড ও এঙ্গেল দিয়ে হামলা — গুরুতর আহত স্বামী, থানায় মামলা স্ত্রীর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামে বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে বেড়া দেওয়ার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে মারধরের অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন নিরোধ সূত্রধর নামে এক ব্যক্তি। এ ঘটনায় তার স্ত্রী অষ্টমী সূত্রধর বাদী হয়ে নাসিরনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, গত ১৩ আগস্ট পারিবারিক বিরোধের জেরে বিবাদীগণ ঘরের চলাচলের রাস্তায় বেড়া দেন। পরদিন সকালে নিরোধ সূত্রধর বাজারে যাওয়ার পথে বিবাদীরা—রাজ চন্দ্র সূত্রধর, ঝুনু সূত্রধর ও জবা সূত্রধর—গাছের আড়ালে ওৎ পেতে থাকে। হঠাৎ পেছন থেকে রাজ চন্দ্র তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে লোহার এঙ্গেল দিয়ে মাথায় আঘাত করে মারাত্মক জখম করে।
আহত নিরোধ সূত্রধরকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”