খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি
পরিবেশের ভারসাম্য রক্ষায় নানামুখী উদ্যোগ গ্রহণ করছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। এরই ধারাবাহিকতায় সংগঠনটির উদ্যোগে নতুন পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।
শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা শহরের রাস্তার বিভাজকে কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মোঃ আলমগীর কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন মাহি, সদর উপজেলা কমিটির প্রধান আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন বাবু এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সাবেক সভাপতি মোঃ সুমন আহমেদ।
বৃক্ষরোপণ বাস্তবায়ন কমিটির সভাপতি ও পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা সভাপতি মোঃ সোহেল রানা, সদর উপজেলা সভাপতি মোঃ রায়হান হোসেন, মোঃ ওমরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দও এ কর্মসূচিতে অংশ নেন।