মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা রাজিবের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
মৌলভীবাজারে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিবের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) মৌলভীবাজার শহরতলির বড়হাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। আয়োজকরা অভিযোগ করেন, রাজিব সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দিচ্ছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছেন। এর প্রতিবাদেই সাধারণ ছাত্র ও এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।
সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, সাধারণ ছাত্র জনতা মৌলভীবাজার সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাসেল আহসদ, সদস্য খুকন আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজের বিবিএস ২য় বর্ষের ছাত্র সেলিম আহমেদ, সোহান মিয়া প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, শেখ হাসিনার আমলে মৌলভীবাজারে সুবিধা ভোগ করলেও বর্তমানে বিদেশে বসে রাজিব মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন। তারা প্রশাসনের কাছে দাবি জানান, তাকে দ্রুত আইনের আওতায় এনে আইসিটি আইনে বিচার করতে হবে।