ছাতকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
ছাতকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব উদযাপিত হয়েছে নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে। ভক্তদের ঢাক-ঢোল, বাঁশি আর ভজন-কীর্তনের সুরে অনুষ্ঠিত বিশাল মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন মহল্লা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা। দেবকীর গর্ভে জন্ম নেয়া ভগবান শ্রীকৃষ্ণের আগমনকে স্বাগত জানাতে ছোট-বড় সবাই নানা সাজে শোভাযাত্রায় অংশ নেন।
শনিবার (১৬ জুলাই) সকাল ৮টায় পৌরশহরের শ্রীশ্রী মহাপ্রভু আখড়া মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
মন্দির প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. তরিকুল ইসলাম। তিনি বলেন,
“শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর শুভক্ষণে আমি সনাতন ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করছে—এটাই আমাদের গৌরব। আশা করি এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতেও সবাইকে এগিয়ে আসতে হবে।”
শোভাযাত্রার পর অনুষ্ঠিত হয় যেমন খুশি তেমন সাজ, হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গীতাপাঠ, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর শুরু হয় শ্রীকৃষ্ণ পূজা অর্চনা ও অঞ্জলি প্রদান। ধর্মীয় রীতি অনুসারে ভক্তরা গীতা পাঠ ও কীর্তন করেন। শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
জন্মাষ্টমীর আলোচনা সভায় উপস্থিত ছিলেন—ছাতক থানার ওসি (তদন্ত), দোয়ারাবাজার উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, আখড়া পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট পীযুষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক তাপস কান্তি দত্ত চম্পু, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এছাড়াও সাংবাদিক, স্থানীয় নেতৃবৃন্দ ও অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। বিশ্বাস করা হয়, অন্যায় ও অশুভ শক্তির দমন করে মানবকল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্যই তাঁর জন্ম। যুগে যুগে তিনি মানুষের মাঝে নেমে এসে সত্য, ন্যায় ও সুন্দর প্রতিষ্ঠা করেন—এই বিশ্বাসকে কেন্দ্র করেই সনাতন ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী পালন করে আসছেন।