রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বীর মুক্তিযোদ্ধা,আরফান মিয়া সরদারকে,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। লোহার রড ও এঙ্গেল দিয়ে হামলা — গুরুতর আহত স্বামী, থানায় মামলা স্ত্রীর নিহারেন্দু চক্রবর্তী, কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত পশ্চিম বীরগাঁওয়ের দুর্দান্ত জয় জামালগঞ্জে উপদেষ্টার আশ্বাস টেন্ডার হলেই শুরু হবে জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সেতুর কাজ জমিয়তে উলামায়ে ইসলামের কুমিল্লা ৫ আসনের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারনা। নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে মিললো অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ নাসিরনগরে গোকর্ণ ওলামা ত্বালাবা ঐক্য পরিষদ গঠিত নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুরে দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

রাজিবপুরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ঝুঁকিতে জনপথ

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি।।
  • আপডেটের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৩৬ সময় দেখুন

রাজিবপুরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ঝুঁকিতে জনপথ

কুড়িগ্রামের চররাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর এলাকায় নদী রক্ষা ব্লকের কাছেই অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন নিষেধাজ্ঞা দিলেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বালু উত্তোলন চলছে অব্যাহতভাবে।

এলাকাবাসী জানায়, নয়াচর পুরাতন বাজার কয়েক বছর আগে ব্রহ্মপুত্র নদীগর্ভে বিলীন হলে সরকার ২০২০ সালে নদী ভাঙন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে শত কোটি টাকার প্রকল্প হাতে নেয়। এর মধ্যে মোহনগঞ্জ ইউনিয়নে দুটি প্রকল্পে প্রায় ৬০ কোটি টাকা বরাদ্দ হয়। একটি বেসরকারি প্রতিষ্ঠান ব্লক ফেলে ভাঙন রোধে কাজ করলে নদী সরে গিয়ে বাজার কিছুটা নিরাপদ হয়।

কিন্তু সম্প্রতি কিছু ব্যক্তি ওই ব্লকের পাশেই ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। এতে নদী আবার ভাঙনের ঝুঁকিতে পড়ছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

১৫ আগস্ট সরেজমিনে গিয়ে দেখা যায়, দুটি ড্রেজারের একটি সচল ছিল। ড্রেজারের চালক জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাজামালের ছেলে শামীম ও ইসহাকের ছেলে সাইদুর মিলে এটি চালাচ্ছে।

সূত্রমতে, যেখানে ড্রেজারের পাইপ বসানো হয়েছে, সেই জমির মালিক কবির, সন্তেশ, শাহার আলী, জুরান ব্যাপারী ও মোহনগঞ্জ আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম তালুকদারসহ কয়েকজন।

অন্যদিকে বাজার ইজারাদার বিএনপি নেতা লিটন মিয়া জানান, পুরনো বাজার ভেঙে যাওয়ার পর ব্যবসায়ীরা রাস্তার ধারে দোকান বসিয়েছেন। বাজার সম্প্রসারণের জন্য তারা নতুন জায়গায় ব্যবসা চালুর উদ্যোগ নিয়েছেন। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম (বিএনপি) দাবি করেন, ১০০ জন ব্যবসায়ী মিলে ১০০ শতক জমি ক্রয় করেছেন এবং সেখানেই বাজার বসাবেন। তার ভাষ্য, “এজন্য ড্রেজার বসানো হয়েছে, তবে কোনো সরকারি অনুদান পাইনি।”

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন অভিযোগ করেন, “পাড়ের কাছেই ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করা হচ্ছে, আবার ড্রেজার দিয়ে বালু তুলে বিক্রি করছে। আমরা বাধা দিয়েছিলাম, এমনকি ভেকুর ব্যাটারি খুলে নিয়েছিলাম। কিন্তু রহস্যজনকভাবে আবার চালু করেছে।”

একাধিক সূত্র জানিয়েছে, এর আগে ড্রেজার ও ভেকুর মাধ্যমে অন্তত ২০ লাখ টাকার বেশি বালু বিক্রি হয়েছে, এমনকি নতুন বাড়িঘরও তৈরি করা হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে চলতে থাকলে আবারও ভাঙনে বসতভিটা নদীগর্ভে চলে যাবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী বলেন, “আজ ছুটির দিন। আগামীকাল এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD