জামালগঞ্জে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের হায়াতপুর মৌজার ছেলাইয়া গ্রামে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা সার্ভেয়ার মো. আজমল হোসেন, ভীমখালী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা দিলোয়ার হোসেন কাজী, নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির মিয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর জানান, সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় গোলাম হোসেনের বিরুদ্ধে মামলা করা হয় এবং স্থাপনা ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ভুয়া চিঠি দিয়ে দাবি করেন যে স্থাপনাটি সরিয়ে ফেলেছেন। পরে现场 (স্থলে) পরিদর্শনে দেখা যায় তিনি নির্দেশ মানেননি। তাই আজ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।