লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু
নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের রবিন আলীর ছেলে গোলাম মোঃ রাব্বানি (১২) এবং নওপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শেখ ফরিদ আলী (১২)।
স্থানীয়রা জানান, নওপাড়ার হাজী আফসার আলী মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আল আমিন প্রায় ১০-১২ জন ছাত্রকে নিয়ে নদীতে গোসল করাতে নামেন। এ সময় শেখ ফরিদ ও গোলাম রাব্বানি পানিতে তলিয়ে যায়। খোঁজাখুঁজির পরও তাদের না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
লালপুর ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার লতিফুল বারি জানান, রাজশাহী থেকে আসা ডুবুরি দল দীর্ঘ অনুসন্ধানের পর দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ওসি (তদন্ত) এস এম রিয়াজুল হাসান বলেন, “দুর্ঘটনাস্থল আসলে রাজশাহীর বাঘা থানা এলাকার অন্তর্ভুক্ত।”