কলকলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজনে ১৩ আগস্ট বিকাল ৩টায় স্থানীয় সাদিপুর গ্রামে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি এবং পরিচালনা করেন যুগ্ম আহবায়ক কামরুজ্জামান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য এম সাদিকুর রহমান নান্নু। এছাড়াও কলকলিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতা ও যুব-ছাত্রদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা করেন কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা আখলাকুল আম্বিয়া জিতু। সভায় দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।