বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
লালপুরে দ্রুত বাড়ছে পদ্মার পানি, তলিয়ে গেছে চরাঞ্চলের ফসল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সবার জন্য দৃষ্টান্ত : নয়ন কালিয়াকৈরে ফাইনাল আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের ব্যাপক গণসংযোগ মরিচ্যা বিজিবি চেকপোস্টে ডগ ‘জুলিয়া’র ঘ্রাণে ইয়াবাসহ উখিয়ার জান্নাতুল আটক। কলকলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত নৌ-পুলিশের অভিযান: নৌকা ও চোরাই পাথরসহ ২ জন আট পতাকা বৈঠকে ভারত থেকে ফিরানো হলো ৫ বাংলাদেশি নাগরিক ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে ২৮০ উপকার ভোগীদের মধ্যে ভাতা’র কার্ড বিতরণ সিন্দোকছড়ি জোন কতৃক মানবতা ও সমাজ  কল্যাণে সহায়তা প্রদান  ।

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজিবপুরে মানববন্ধন ও বিক্ষোভ

আতাউর রহমান,রাজিবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১১০ সময় দেখুন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজিবপুরে মানববন্ধন ও বিক্ষোভ

গাজিপুরের পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কুড়িগ্রামের  রাজিবপুর উপজেলায়  সাংবাদিকবৃন্দ।

বুধবার  (১৩ আগস্ট) বেলা আড়াইটায় রাজিবপুর  শহরের সুপার  মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চর রাজিবপুর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমানের  সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায়
বক্তব্য রাখেন মানবজমিনের সাংবাদিক আলতাফ হোসেন সরকার, মানবকন্ঠের  রাজিবপুর  প্রতিনিধি সহিজল ইসলাম সজল, চর রাজিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ সাংবাদিক সোহেল রানা স্বপ্ন ও সাংবাদিক জিয়াউর রহমান জিয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তা ও ঝুঁকির মধ্যে পড়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চর রাজিবপুর প্রেসক্লাবের সহ সভাপতি নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বিএসসি ও মোখলেছুর রহমান, অর্থ সম্পাদক আরিফ মাহমুদ, সদস্য ময়নুল ও আলমগীর।  রাজিবপুর প্রেসক্লাবে সাংবাদিক আল আমিন ও রাকিব।

এসময় আরও উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা যুব দলের আহবায়ক রোস্তম মাহমুদ লিখন, ছাত্রদলের সদস্য সচিব নাজমুল মাহমুদ, কৃষক দলের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান,রাজিবপুর ইউনিয়ন ছাত্রদলের  যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা,মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুয়েল রানা প্রমুখ।
আতাউর রহমান
০১৭১৬৩৪৩০৯৩

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD