জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে জগন্নাথপুরে নানা কর্মসূচীর আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যের তলে ১২ আগস্ট মঙ্গলবার সকালে একটি বিশাল র্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে ফিরে এসে শেষ হয়। র্যালীতে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।
এরপর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। এছাড়াও বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফা স্বীকৃতি প্রাপ্ত কোচ ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রুহুল আমীন রাহুল।
প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষের উপস্থিতি ছিল উজ্জ্বল ও উৎসাহব্যঞ্জক। দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিও সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
এবারের যুব দিবস উদযাপনের মাধ্যমে দক্ষ যুবসম্প্রদায় গড়ে তোলার পাশাপাশি বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।