বিরলে দৈনিক করতোয়া পত্রিকা ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
দেশের বহুল প্রচারিত দৈনিক করতোয়া ৫০ বছরে পদার্পণ উপলক্ষে দিনাজপুরের বিরলে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ আগস্ট (মঙ্গলবার) দুপুরে উপজেলার ভান্ডারা ইউপি’র বুড়ির হাট বাজারে স্থানীয় শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে দৈনিক করতোয়া ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটেন দুর্ঘটনায় পঙ্গু হওয়া বালান্দোর গ্রামের আফসারুল ইসলাম।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিরল উপজেলা প্রতিনিধি এম. এ. কুদ্দুস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিরল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, (দৈনিক জবাবদিহি) বিরল প্রতিনিধি সাদেকুল ইসলাম সুবেল, দপ্তর সম্পাদক, (দৈনিক আলোকিত দিনাজপুর) বিরল প্রতিনিধি জহুরুল ইসলাম জহির, নির্বাহী সদস্য (মানবকন্ঠ) বিরল প্রতিনিধি দীপঙ্কর রায়, নির্বাহী সদস্য (দৈনিক দেশের কণ্ঠ) বিরল প্রতিনিধি আব্দুল আজিজ ও নির্বাহী সদস্য (দৈনিক বাংলার দূত) বিরল প্রতিনিধি মুসলিম হক।
ট্রাকের হেলপার হিসেবে কাজ করা আফসারুল গত ২০১৪ সালে একটি দুর্ঘটনায় দুই পায়ে চলার শক্তি হারিয়ে ফেলেন। চিকিৎসায় সহায়-সম্বল সব হারিয়ে এখন হুইলচেয়ার ব্যবহার করে বাড়ির পাশে বুড়ির হাট-বাজারে ছোট্ট একটি মোবাইল ফোন রিচার্জের দোকান চালান তিনি। গত ৪ আগস্ট দৈনিক করতোয়ায় দুর্ঘটনায় পঙ্গু দিনাজপুরের যুবক আফসারুল বাঁচতে শিরোনামে পত্রিকার বিরল প্রতিনিধি এম. এ. কুদ্দুস এর প্রেরিত তথ্যে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
১২ আগস্ট সেই পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে তার হাতে কেক কাটিয়ে তাকে সম্মানিত করায় খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। কেক কাটা শেষে অশ্রুসিক্ত চোখে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে নিজের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন। পরে আলোচনা সভায় পত্রিকার বিরল প্রতিনিধি এম. এ. কুদ্দুস করতোয়ার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের বহুল পরিচিত দৈনিক করতোয়া সৃষ্টিলগ্ন থেকে সমাজের অন্যায়, অনিয়ম, দুর্নীতি সহ অসহায়, বঞ্চিত ও নিপীড়িত মানুষের কথা বলে আসছে। আজ এই পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে এলাকার শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে দুর্ঘটনায় পঙ্গুত্ব হওয়া আফসারুলের মাধ্যমে কেক কাটিয়ে এক অসহায় ব্যক্তির মুখের হাসিটাই আজকের বড় সার্থকতা বলে মনে করি।
আজকের দিনে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার।
বক্তব্য শেষে সকলকে করতোয়া পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান কার্যক্রমের ইতি টানেন।