বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
লালপুরে দ্রুত বাড়ছে পদ্মার পানি, তলিয়ে গেছে চরাঞ্চলের ফসল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সবার জন্য দৃষ্টান্ত : নয়ন কালিয়াকৈরে ফাইনাল আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের ব্যাপক গণসংযোগ মরিচ্যা বিজিবি চেকপোস্টে ডগ ‘জুলিয়া’র ঘ্রাণে ইয়াবাসহ উখিয়ার জান্নাতুল আটক। কলকলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত নৌ-পুলিশের অভিযান: নৌকা ও চোরাই পাথরসহ ২ জন আট পতাকা বৈঠকে ভারত থেকে ফিরানো হলো ৫ বাংলাদেশি নাগরিক ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে ২৮০ উপকার ভোগীদের মধ্যে ভাতা’র কার্ড বিতরণ সিন্দোকছড়ি জোন কতৃক মানবতা ও সমাজ  কল্যাণে সহায়তা প্রদান  ।

বিশ্বনাথে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি:
  • আপডেটের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৬ সময় দেখুন

বিশ্বনাথে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

সিলেটের বিশ্বনাথ উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালি, প্রশিক্ষণ সনদ বিতরণ, বৃক্ষরোপণ, মশক নিধন কার্যক্রম এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বিশ্বনাথ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এসব কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সীমিত পরিসরে একটি র‌্যালি হয়। এরপর অডিটোরিয়াম প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ এবং পৌরসভার উদ্যোগে প্রশাসনিক ভবনের সামনে মশক নিধন স্প্রে কার্যক্রম পরিচালিত হয়।

পরে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ দাস এবং সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ চন্দ দাস। কুরআন থেকে তেলাওয়াত করেন রায়হান আহমদ এবং গীতা পাঠ করেন সহকারী কর্মকর্তা সুজিত চন্দ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলা উদ্দিন কাদের। তিনি যুবশক্তিকে প্রযুক্তিনির্ভর দক্ষতায় সমৃদ্ধ করে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল হাই, বিশ্বনাথ সদর ইউনিয়ন চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, ৫ নং দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান হাফিজ আরব খান এবং ৩ নং অলংকারী ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।

ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন বলেন, সীমিত আকারে বৃক্ষরোপণ ও মশক নিধন কার্যক্রমের পরিবর্তে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন। তিনি বেকার যুবকদের প্রশিক্ষণের জন্য সময়মতো প্রচার ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করার দাবি জানান।

চেয়ারম্যান হাফিজ আরব খান বলেন, মশক নিধন কার্যক্রম সীমিত স্থানে সীমাবদ্ধ না রেখে পুরো পৌরসভায় হওয়া উচিত। পাশাপাশি সরকারি প্রশিক্ষণ বিষয়ে ব্যাপক প্রচারণার মাধ্যমে যুবকদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার এমাদ উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবি এস.পি. সেবু, আলো বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান হাসান মাহমুদ রিপন, রামপুর যুব সংঘের সভাপতি আশরাফুল ইসলাম এবং উদ্যোক্তা রিপা আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহিন মাহবুব, বিশ্বনাথ থানার এসআই পান্না লাল দেব, উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক কাওছার আহমদ তুলাই, পৌর জামায়াত নেতা দেলোয়ার হোসেনসহ রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD