সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন
গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
সোমবার (১১ আগস্ট) সুনামগঞ্জ শহরের পৌর মার্কেট এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীরের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শহীদনূর আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন— সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি একে কুদরত পাশা, সদস্য দেওয়ান তাসাদ্দুক রাজা চৌধুরী, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, প্রভাষক ফজলুল করিম সাইদ এবং সুজন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের।
এছাড়াও উপস্থিত ছিলেন— দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার শাহজাহান চৌধুরী, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি হাসান চৌধুরী, দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি সাহাবুদ্দিন আহমেদ, দৈনিক যায় যায় দিনের জেলা প্রতিনিধি ঝুনু চৌধুরী, সাংবাদিক রেজাউল করিম, মাসুক মিয়া, দপ্তর সম্পাদক অরুন চক্রবর্তী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য শামসুল কাদির মিছবাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার চৌধুরী, সাংবাদিক কর্ণ বাবু দাস, শাহ ফরহাদ, এবং দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার তানভীর আহমেদ তালুকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে সাংবাদিকদের ওপর হামলা ও নিপীড়ন ঘটলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকাণ্ড এর অন্যতম উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যার মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নতুন করে নিরাপত্তাহীনতায় পড়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে কুপিয়ে হত্যা কেবল একটি ব্যক্তিগত ঘটনা নয়, বরং এটি সমগ্র সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। তাই অবিলম্বে সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। বক্তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং হুঁশিয়ারি দেন— খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।