দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
২০২৫ সালের ১২ আগস্ট, মঙ্গলবার বীরগঞ্জ উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, যুব ঋণ বিতরণ, সনদপত্র প্রদান, প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও যুব পুরস্কার প্রদান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি।
সম্মাননা প্রদানের মধ্যে—
শ্রেষ্ঠ আত্মকর্মী: আনছারুল ইসলাম (ধুলাউরী, ভোকনগর, বীরগঞ্জ, দিনাজপুর)
শ্রেষ্ঠ যুব সংগঠন: বীরগঞ্জ যুব ফোরাম (সুজালপুর ১নং ওয়ার্ড, বীরগঞ্জ, দিনাজপুর)
শ্রেষ্ঠ যুব সংগঠক: মোঃ মোস্তাকিম ইসলাম, সভাপতি, দিক যুব কল্যাণ সংঘ (চকমহাদেব, লাটের হাট, বীরগঞ্জ, দিনাজপুর)
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জমিল উদ্দীন মন্ডল।