বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
লালপুরে দ্রুত বাড়ছে পদ্মার পানি, তলিয়ে গেছে চরাঞ্চলের ফসল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সবার জন্য দৃষ্টান্ত : নয়ন কালিয়াকৈরে ফাইনাল আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের ব্যাপক গণসংযোগ মরিচ্যা বিজিবি চেকপোস্টে ডগ ‘জুলিয়া’র ঘ্রাণে ইয়াবাসহ উখিয়ার জান্নাতুল আটক। কলকলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত নৌ-পুলিশের অভিযান: নৌকা ও চোরাই পাথরসহ ২ জন আট পতাকা বৈঠকে ভারত থেকে ফিরানো হলো ৫ বাংলাদেশি নাগরিক ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে ২৮০ উপকার ভোগীদের মধ্যে ভাতা’র কার্ড বিতরণ সিন্দোকছড়ি জোন কতৃক মানবতা ও সমাজ  কল্যাণে সহায়তা প্রদান  ।

বীরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৭ সময় দেখুন

বীরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় বীরগঞ্জের শালবন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

জেলা শুরা সদস্য ও তারবিয়াত সম্পাদক মাওলানা মো. রবিউল ইসলাম

জেলা শুরা সদস্য ও অফিস সম্পাদক মাওলানা মো. সহিদুল ইসলাম খোকন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা সভাপতি ও জেলা শুরা সদস্য মো. জাকিরুল ইসলাম

জেলা যুব ও ক্রীড়া বিভাগের সম্পাদক মো. রেজাউল করীম

শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সহ-সভাপতি মো. রাশেদুন্নবী বাবু

জেলা শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা আমির ক্বারী আজিজুর রহমান

এছাড়াও স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন, নৈতিকতা চর্চা ও সমাজে ইতিবাচক পরিবর্তনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে। তারা আগামীর রাজনৈতিক প্রক্রিয়াকে শুধু নির্বাচন হিসেবে না দেখে বৃহত্তর দায়িত্ব ও সংগ্রামের অংশ হিসেবে গ্রহণের আহ্বান জানান।

আলোচনা শেষে শালবন মিলনায়তন থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরগঞ্জ কলেজ মসজিদ এলাকায় শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও ব্যানারের মাধ্যমে যুবকদের অধিকার ও সমাজ উন্নয়নে তাদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রতি বছর ১২ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD