বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
লালপুরে দ্রুত বাড়ছে পদ্মার পানি, তলিয়ে গেছে চরাঞ্চলের ফসল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সবার জন্য দৃষ্টান্ত : নয়ন কালিয়াকৈরে ফাইনাল আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের ব্যাপক গণসংযোগ মরিচ্যা বিজিবি চেকপোস্টে ডগ ‘জুলিয়া’র ঘ্রাণে ইয়াবাসহ উখিয়ার জান্নাতুল আটক। কলকলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত নৌ-পুলিশের অভিযান: নৌকা ও চোরাই পাথরসহ ২ জন আট পতাকা বৈঠকে ভারত থেকে ফিরানো হলো ৫ বাংলাদেশি নাগরিক ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে ২৮০ উপকার ভোগীদের মধ্যে ভাতা’র কার্ড বিতরণ সিন্দোকছড়ি জোন কতৃক মানবতা ও সমাজ  কল্যাণে সহায়তা প্রদান  ।

শেখ হাসিনার অত্যাচারে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে — মোস্তফা জামান

মোঃ শাহজালাল, তুরাগ-ঢাকা:
  • আপডেটের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৫ সময় দেখুন

শেখ হাসিনার অত্যাচারে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে — মোস্তফা জামান

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান অভিযোগ করেছেন, স্বৈরাচার শেখ হাসিনার পোষা বাহিনীর নির্যাতনের ফলে বিদেশে চিকিৎসার সুযোগ না পেয়ে হার্ট অ্যাটাকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, গত ১৭ বছরে শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দীর্ঘদিন ধরে নির্বাসনে রেখেছেন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, খুব শিগগিরই তারেক রহমান দেশের মাটিতে ফিরে এসে বিএনপির নেতৃত্ব গ্রহণ করবেন।

মোস্তফা জামান আরও বলেন, বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, তারা বিএনপির প্রকৃত কর্মী নয়। জিয়াউর রহমানের আদর্শে গড়া একজন সৈনিক কখনো চাঁদাবাজি করতে পারে না। উত্তরা ও তুরাগের যেকোনো স্থানে চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

উল্লেখযোগ্য ক্রীড়াবিদ আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আতাউর রহমান ও হাজী সিদ্দিক সরদারের উদ্যোগে মিলাদ, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া বেপারী, রিপন হাসান খন্দকার, বিপ্লব মিয়া, সিদ্দিকুর রহমান, আহ্বায়ক সদস্য আবদুল আলী, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলাম, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, আব্দুল সালাম এমপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং তবারক বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD