ছাতকে উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি, কৃষকদল আহবায়ক ও কলেজ ছাত্রদল সভাপতিকে সংবর্ধনা
ছাতকের উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আজিজুর রহমান, আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল আলিম, নুরুল ইসলাম, সুন্দর আলী আঙ্গুর, মোঃ চেরাগ আলী, আব্দুল ওদুদ মির্জা, ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান এবং গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিয়া মোহাম্মদ সাদকে সংবর্ধনা জানানো হয়েছে।
গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতে ইউনিয়নের মৈশাপুর বাজারে উত্তর খুরমা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ চেরাগ আলী এবং সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান।
বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মোঃ আজিজুর রহমান, মোঃ আব্দুল আলিম, নুরুল ইসলাম, সুন্দর আলী আঙ্গুর ও মিয়া মোহাম্মদ সাদ।
এছাড়া সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক পীর ছায়াদুর রহমান, বিএনপি নেতা মকররম আলী, বিএনপি নেতা ফরিদ আহমেদ, মোঃ রনি আহমদ, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মহরম আলী, আব্দুর রহিম, কবির আহমদ, আব্দুল বারিক, বশির উদ্দিন, আব্দুস সামাদ, আলা উদ্দিন, হেফাজুল ইসলাম মিনহাজ, আশরাফ হোসেন, জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।