ময়মনসিংহে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার (১২ আগস্ট) মহানগর জামায়াত কার্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন। সভাপতিত্ব করেন মহানগর যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রযুক্তি-সচেতন ও নৈতিকতা সম্পন্ন যুবসমাজই দেশের উন্নয়নে মুখ্য ভূমিকা রাখতে পারে। তরুণদের জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধে সমৃদ্ধ করে মানব সম্পদে রূপান্তর করতে হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, যুব সমাজই জাতির অগ্রযাত্রার চালিকাশক্তি। শিক্ষিত, দক্ষ ও নৈতিক যুবকরা সামাজিক অবক্ষয় রোধ এবং বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তারা ইসলামী আদর্শের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ গঠনে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনায় অংশ নেন ছাত্রশিবিরের সাবেক ময়মনসিংহ মহানগর সভাপতি ও নতুনবাজার শাখা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার সুলতান মোহাম্মদ মুস্তাকিম এবং জেলা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি এমদাদুল হক। সভায় মহানগর জামায়াত ও যুব বিভাগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।