শ্রীমঙ্গলে ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিতের দাবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন সমিতির সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন।
রবিবার (১০ আগস্ট) দাখিল করা আবেদনে তিনি উল্লেখ করেন, ঘোষিত নির্বাচন কমিশনের ১, ২, ৫, ৬ ও ৭ নম্বর সদস্য প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত। এর ফলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা হুমকির মুখে পড়েছে।
তিনি আরও দাবি করেন, ২০১৭ সালের ২৪ মে অনুষ্ঠিত সর্বশেষ তিন বছরের মেয়াদি নির্বাচনের পর সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়মিত মেয়াদ শেষ হলেও ২০২৫ সাল পর্যন্ত নির্বাচন ছাড়াই দায়িত্বে আছেন। তাজ উদ্দিন ভোটার তালিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তার মতে, ২০১৭ সালের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৯৯০ জন, বর্তমানে তা মাত্র ১১৩৩ জনে দাঁড়িয়েছে, অথচ সঠিকভাবে হালনাগাদ করা হলে এই সংখ্যা আড়াই থেকে তিন হাজার হওয়ার কথা ছিল।
বর্তমান জাতীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, অসম্পূর্ণ ভোটার তালিকা নিয়ে এখন নির্বাচন হলে ব্যবসায়ী সমাজে বিভাজন ও অস্থিরতা দেখা দিতে পারে। এজন্য তিনি কমিশন পুনর্গঠন ও হালনাগাদকৃত ভোটার তালিকা প্রস্তুত না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার অনুরোধ জানান।
এ বিষয়ে শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, “নির্বাচন স্থগিতের আবেদন পেয়েছি। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করা হবে।”