ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার ৫
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে থানার এসআই মোঃ সাদেক, এসআই রাহিম, এসআই কামাল, এসআই সঞ্জয়, এএসআই তোহা, এএসআই নাছির, এএসআই মাসুদ, এএসআই মোঃ সোলায়মান ও এএসআই রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারদের মধ্যে আছেন— জিআর-৩৮/২৫ (ছাতক) মামলার আসামি জাউয়াবাজার ইউনিয়নের বাঘারাই গ্রামের আব্দুল মান্নানের ছেলে বাতির মিয়া (৬২), তার ছেলে মুহিত আহমদ স্বপন (৩৫), আব্দুল মান্নানের ছেলে শানুর মিয়া (৫৫) এবং রানা মিয়ার ছেলে রাহিত মিয়া (৩৫)।
এছাড়া আরেক অভিযানে দায়রা-১২৬/১৭ ও সিআর-৩০৫/১৬ (ছাতক) মামলার সাজাপ্রাপ্ত আসামি পৌর শহরের নোয়ারাই গ্রামের মতই মিয়া চৌধুরীর ছেলে মোঃ শেবুল মিয়া চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, আটক আসামিদের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।