সিলেট-২ আসনে জমিয়তের প্রার্থী হুসাইন আহমদের পক্ষে মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সিলেট-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য, ইউকে জমিয়তের সহসভাপতি এবং কেন্দ্রীয় জমিয়তের সাবেক সভাপতি শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রহ.-এর সাহেবজাদা হাফিজ হুসাইন আহমদের পক্ষে বিশ্বনাথ উপজেলা জমিয়তের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় স্থানীয় জমিয়ত অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন—কেন্দ্রীয় জমিয়তের সহপ্রকাশনা সম্পাদক ও বিশ্বনাথ জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী, উপজেলা জমিয়তের সহসভাপতি মৌলভী ফজলুর রহমান ফজর আলী, পৌর জমিয়তের আহ্বায়ক মাওলানা আব্দুস সুবহান এবং সদস্য মাওলানা আব্দুল হক। বক্তারা বলেন, ইসলাম ও দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় প্রকৃত দেশপ্রেমিক গড়ে তুলতে ইসলামী রাজনীতির বিকল্প নেই। কেন্দ্রীয় জমিয়ত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আলহাজ্ব হাফিজ হুসাইন আহমদকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। তারা আরও বলেন, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার মধ্যে এক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। উভয় উপজেলার নেতৃবৃন্দ কেন্দ্রের সিদ্ধান্ত সাদরে গ্রহণ করেছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা একতাবদ্ধ হয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব এবং সিলেট-২ আসনে খেজুর গাছ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যাব। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা ওমর ফারুক, সহঅর্থ সম্পাদক মাওলানা জিয়াউল হক, পৌর যুব জমিয়তের সদস্য সচিব মাওলানা ইমরান আহমদ, যুব জমিয়ত বিশ্বনাথ উপজেলার সিনিয়র সহসভাপতি মাওলানা বুরহান উদ্দিন, সহসভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা জাকির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইদ আহমদ, অর্থ সম্পাদক আব্দুস সালাম, ছাত্র জমিয়ত বিশ্বনাথ উপজেলার সভাপতি মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি সালমান চৌধুরী, সহসভাপতি মূসা আল মামুন, সাধারণ সম্পাদক আল আমিন এবং পাঠাগার সম্পাদক সাকিল আহমদ প্রমুখ।