সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বীর মুক্তিযোদ্ধা,আরফান মিয়া সরদারকে,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। লোহার রড ও এঙ্গেল দিয়ে হামলা — গুরুতর আহত স্বামী, থানায় মামলা স্ত্রীর নিহারেন্দু চক্রবর্তী, কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত পশ্চিম বীরগাঁওয়ের দুর্দান্ত জয় জামালগঞ্জে উপদেষ্টার আশ্বাস টেন্ডার হলেই শুরু হবে জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সেতুর কাজ জমিয়তে উলামায়ে ইসলামের কুমিল্লা ৫ আসনের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারনা। নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে মিললো অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ নাসিরনগরে গোকর্ণ ওলামা ত্বালাবা ঐক্য পরিষদ গঠিত নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুরে দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

সিলেট-২ আসনে জমিয়তের প্রার্থী হুসাইন আহমদের পক্ষে মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি ::
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৩ সময় দেখুন

সিলেট-২ আসনে জমিয়তের প্রার্থী হুসাইন আহমদের পক্ষে মতবিনিময়

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সিলেট-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য, ইউকে জমিয়তের সহসভাপতি এবং কেন্দ্রীয় জমিয়তের সাবেক সভাপতি শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রহ.-এর সাহেবজাদা হাফিজ হুসাইন আহমদের পক্ষে বিশ্বনাথ উপজেলা জমিয়তের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় স্থানীয় জমিয়ত অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন—কেন্দ্রীয় জমিয়তের সহপ্রকাশনা সম্পাদক ও বিশ্বনাথ জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী, উপজেলা জমিয়তের সহসভাপতি মৌলভী ফজলুর রহমান ফজর আলী, পৌর জমিয়তের আহ্বায়ক মাওলানা আব্দুস সুবহান এবং সদস্য মাওলানা আব্দুল হক। বক্তারা বলেন, ইসলাম ও দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় প্রকৃত দেশপ্রেমিক গড়ে তুলতে ইসলামী রাজনীতির বিকল্প নেই। কেন্দ্রীয় জমিয়ত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আলহাজ্ব হাফিজ হুসাইন আহমদকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। তারা আরও বলেন, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার মধ্যে এক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। উভয় উপজেলার নেতৃবৃন্দ কেন্দ্রের সিদ্ধান্ত সাদরে গ্রহণ করেছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা একতাবদ্ধ হয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব এবং সিলেট-২ আসনে খেজুর গাছ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যাব। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা ওমর ফারুক, সহঅর্থ সম্পাদক মাওলানা জিয়াউল হক, পৌর যুব জমিয়তের সদস্য সচিব মাওলানা ইমরান আহমদ, যুব জমিয়ত বিশ্বনাথ উপজেলার সিনিয়র সহসভাপতি মাওলানা বুরহান উদ্দিন, সহসভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা জাকির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইদ আহমদ, অর্থ সম্পাদক আব্দুস সালাম, ছাত্র জমিয়ত বিশ্বনাথ উপজেলার সভাপতি মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি সালমান চৌধুরী, সহসভাপতি মূসা আল মামুন, সাধারণ সম্পাদক আল আমিন এবং পাঠাগার সম্পাদক সাকিল আহমদ প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD