সিলেট-তামাবিল মহাসড়ক চার লেন প্রকল্পে ভূমি অধিগ্রহণে আহ্বায়ক কমিটি গঠন
সিলেট-তামাবিল মহাসড়ক চার লেন উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় স্থানীয়দের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের উদ্দেশ্যে একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
গত শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের উপহার কমপ্লেক্স সেন্টারে তামাবিল সড়ক অধিগ্রহণ সদর-জৈন্তা-গোয়াইনঘাট কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় মোহাম্মদ আলীর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে মাওলা ওলিউর রহমানকে আহ্বায়ক এবং পারভেজ আহমদকে সদস্য সচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তারা জানান, সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীত করার এ প্রকল্প দীর্ঘদিনের স্বপ্ন। প্রকল্পের কারণে যাদের জমি বা স্থাপনা অধিগ্রহণ করা হবে, তারা সরকারের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের অধিকারী। উন্নয়ন কাজের স্বার্থে অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার জন্য ন্যায্য ও যথাযথ ক্ষতিপূরণ প্রদানের নিয়ম সরকারের রয়েছে।
স্থানীয়দের স্বার্থ রক্ষা, ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে প্রাথমিকভাবে দুই সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নেতৃবৃন্দ আরও জানান, পরবর্তী সভায় প্রয়োজন অনুযায়ী কমিটির পরিধি বৃদ্ধি করা হবে এবং এই কমিটির মাধ্যমেই ভবিষ্যতের সব কার্যক্রম সমন্বিতভাবে সম্পন্ন হবে।
সভায় সিলেট সদর ও জৈন্তাপুর উপজেলার ক্ষতিগ্রস্ত জমি ও স্থাপনা মালিকরা উপস্থিত ছিলেন