রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে পৌছে দিচ্ছি— মো: মাহবুবুর রহমান তদন্তে স্থবিরতা,  ৬ মাসেও মেলেনি প্রত্যাশার আত্মহত্যার রিপোর্ট ভোলাহাটে বিএনপি’র গণসংযোগ ও লিপলেট বিতরণ সাজাভুক্ত ২ আসামী গ্রেফতার” কোটে প্রেরণ করা হয়েছে মোহনগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে, বিএনপিকে জয়যুক্ত করতে হবে–মো: মাহবুবুর রহমান নড়াইলে পুলিশ সদস্যদের তিনদিন মেয়াদী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করলেন এসপি রবিউল ইসলাম ছাতকের ‘তারা বিলের’ মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত খুলনার বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনার সাংবাদিক এম হায়াত উদ্দিন   হত্যার প্রতিবাদে মানববন্ধন।

মৌলভীবাজার পৌরসভার প্রশাসক বুলবুল আহমেদকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা

আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
  • আপডেটের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২০৪ সময় দেখুন

মৌলভীবাজার পৌরসভার প্রশাসক বুলবুল আহমেদকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা

মৌলভীবাজার পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার (১০ আগষ্ট) মৌলভীবাজার পৌরসভা কনফারেন্স হলে পৌর কর্মকর্তা/কর্মচারীদের আয়োজনে পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ এবং তাঁর সহধর্মিণী মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌসকেও এসময় বদলীজনিত সংবর্ধনা প্রদান করা হয়।

মৌলভীবাজার পৌরসভার ষ্টোর কিপার ও লাইসেন্স পরিদর্শক (অঃ দাঃ) রুমেল আহমদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সহায়তা কমিটির সদস্য ও জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, পৌর সহকারী প্রকৌশলী আনোয়ার শাহাদাত হোসেন, হিসাব রক্ষন কর্মকর্তা উজ্জ্বল চন্দ্র দেব, বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও পৌর বাজার পরিদর্শক এ কে এম নুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার পৌরসভার প্রশাসক সিলেটে বিভাগের শ্রেষ্ট প্রশাসক নির্বাচিত হয়েছিলেন উল্লেখ করে বক্তারা বিদায়ী সংবর্ধিত পৌর প্রশাসক বুলবুল আহমেদ এর বিগত কার্যক্রমগুলো স্মরণ করেন এবং তাঁর ও পরিবারের জন্য শুভকামনা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD