ছাতকে পামস্যাক”র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সেমিনার’র আয়োজন
ছাতকে ২০২৫ সনের এসএসসিতে এবং দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত (A+) কৃতি শিক্ষার্থীদের নিয়ে সেমিনার ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কৃতি শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি, আগামীর দিনের প্রেরণা যোগাতে পাবলিক ইউনিভার্সিটি এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন অব ছাতক (পামস্যাক) এর উদ্যোগে সংবর্ধনা ও সেমিনারের আয়োজন করা হয়েছে।
আগামী ২০ আগষ্ট ২০২৫ ইং রোজ বুধবার সকাল ১০.০০ ঘটিকার সময় কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত হবে। ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সায়মা শাদি মহল সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, পামস্যাক ছাতক উপজেলা শাখার সভাপতি মাহিবুর রহমান ছালিক ও সাধারণ সম্পাদক হাসান আহমদ।
ছাতক উপজেলার ২০২৫ সালের এস এস সি এবং দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে ‘পামস্যাক’ এ আয়োজন করেছে। এ অনুষ্ঠানে সকল কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে সংগঠনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
যোগাযোগ>>ঃ ০১৭৬৬- ৯৪৫৯০০ / ০১৭১৪-৬৪৫৭১৮