বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিরলে দৈনিক করতোয়া পত্রিকা ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজিবপুরে জাতীয় যুব দিবস উদযাপন নড়াইলে নারিকেল গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু বিশ্বনাথে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন সিন্দুকছড়ি সেনা জোনের অভিযানে ইউপিডিএফ সদস্য আটক বীরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন শেখ হাসিনার অত্যাচারে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে — মোস্তফা জামান

দরবস্ত–কানাইঘাট সড়ক সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা:
  • আপডেটের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৬ সময় দেখুন

দরবস্ত–কানাইঘাট সড়ক সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান

সিলেটের জৈন্তাপুর থেকে কানাইঘাট পর্যন্ত প্রায় ৪৩ কিলোমিটার দীর্ঘ দরবস্ত–কানাইঘাট আঞ্চলিক সড়কটি দীর্ঘ এক দশক ধরে সংস্কার না হওয়ায় স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছেছে। সড়কজুড়ে অসংখ্য গর্ত ও খানাখন্দ থাকায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, ধুলাবালি ও বেহাল রাস্তার কারণে শিক্ষার্থী, শ্রমজীবী, ব্যবসায়ী, গর্ভবতী নারী এবং অসুস্থ রোগীরা নানাভাবে কষ্ট পাচ্ছেন। সন্ধ্যার পর যানবাহনের চাপ বাড়লেও গর্তে ভরা সড়কে দুর্ঘটনার শঙ্কা সবসময় লেগে থাকে।

গত বছর সড়কের কিছু অংশে সামান্য মেরামত করা হলেও তা ছিল পর্যাপ্ত নয়। টেন্ডার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় মূল সংস্কার কাজ শুরু হয়নি। সড়ক ও জনপথ বিভাগের সিলেট বিভাগের উপ–বিভাগীয় প্রকৌশলী সালাহ উদ্দীন সুহাগ জানিয়েছেন, চলতি অর্থবছরে এই সড়কের জন্য আলাদা বরাদ্দ পাওয়া যায়নি, তবে টেন্ডার আহ্বানের প্রক্রিয়া চলছে।

এ পরিস্থিতিতে, রবিবার (১০ আগস্ট) এলাকাবাসী সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। এতে সড়কের জরুরি সংস্কারের দাবি জানানো হয়। স্মারকলিপিতে স্বাক্ষর করেন লুৎফুর রহমান, শামিম, মহিবুর রহমান, জবরুল, শাহিন ও মাহবুব। উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহার উদ্দিন বাহার, দরবস্ত বাজারের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সমাজসেবক নুরুল আমিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

স্থানীয় নেতারা সতর্ক করে বলেন, দ্রুত সংস্কারকাজ শুরু না হলে জনগণ ভবিষ্যতে সিলেট–তামাবিল মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, বরাদ্দ পাওয়া এবং টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই সংস্কার শুরু হবে। তবে অন্তর্বর্তী সময়ে জনদুর্ভোগ কমাতে নিয়মিত মেরামতের চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD