লালপুরে অগ্রণী ব্যাংকে চুরির ঘটনায় তিন নারী আটক।
নাটোরের লালপুরে অগ্রণী ব্যাংকের গোপালপুর শাখায় এক গ্রাহকের ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে তিন নারীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে ব্যাংকের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করা হয় এবং উদ্ধার করা হয় চুরি হওয়া ৩০ হাজার টাকা।
আটককৃতরা হলেন—নাটোর সদর উপজেলার হাসি বেগম (২৫), আছিয়া বেগম (৪০) ও আলেয়া খাতুন (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর কলেজ মোড় এলাকার ফাতেমা খাতুন নামে এক গ্রাহক ৩০ হাজার টাকা জমা দিতে ব্যাংকে যান। ভাউচার লেখার সময় এক নারী তার ব্যাগ থেকে টাকা বের করে নেয়, অন্য দুইজন সহযোগিতা করে। পরে ব্যাগে টাকা না পেয়ে ফাতেমা বিষয়টি ব্যাংক ব্যবস্থাপক জয়নুল আবেদিনকে জানান। সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাছ থেকে চুরি হওয়া টাকা উদ্ধার করে।
লালপুর থানার ওসি মমিনুজ্জামান জানান, আটক নারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।