ছাতকে দৈনিক ইবি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স
খুলনাভিত্তিক পত্রিকা দৈনিক ইবি নিউজ-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে ছাতক প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু এবং সঞ্চালনা করেন পত্রিকার উপজেলা প্রতিনিধি সেলিম মাহবুব।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম। এছাড়া উপস্থিত ছিলেন মন্ডোলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম হেলাল, প্রেসক্লাব সদস্য তমাল পোদ্দার, ব্যবসায়ী আলমগীর হোসেন, সাংবাদিক সুজন তালুকদার, জামিল হোসেন, ব্যবসায়ী আলাল মিয়া প্রমুখ।
বক্তারা দৈনিক ইবি নিউজ-এর সফল অগ্রযাত্রা কামনা করে বলেন, পত্রিকাটি ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশা করা যায়। তারা সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা বন্ধের দাবি জানান এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়ে তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।