জাউয়াবাজারে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হকের বিরুদ্ধে স্থানীয় এক যুবলীগ নেতা হত্যা মামলার আসামি হেলাল উদ্দিনসহ তার সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর প্রচারণা চালাচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আলা উদ্দীনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু সুফিয়ান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো. জহিরুল ইসলাম লিলু মিয়া, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুর রশিদ, কাজী ছায়াদ মিয়া, গিয়াস উদ্দীন, আব্দুর রফিক ভুট্টুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি জাউয়াবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধুবনের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।