মধ্যনগরে বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলের সুস্থতা কামনায় আখড়ায় প্রার্থনা।
সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে মধ্যনগর শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রম প্রাঙ্গণে মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য নান্টু সরকারের উদ্যোগে এ প্রার্থনার আয়োজন করা হয়। ৮২ গ্রামের ভক্তদের অংশগ্রহণে এক মিনিট নীরবতা পালন শেষে সৃষ্টিকর্তার কাছে কামরুলের সুস্থতা কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি বিপ্লব তালুকদার, নিভাস সরকার, বকুল সরকার, উপজেলা ছাত্রদল নেতা রিপন তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া আশ্রম কমিটির সভাপতি বরুণ কান্তি সরকার ও সাধারণ সম্পাদক সম্ভু রায়ও উপস্থিত ছিলেন।
নান্টু সরকার জানান, কামরুজ্জামান কামরুল বর্তমানে যুক্তরাজ্যের মীডল্যান্ড ইউনিভার্সিটি এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৪ জুলাই তিনি লন্ডনে পরিবারের কাছে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন।
তিনি আরও বলেন— “আমরা সবাই চাই, তিনি সুস্থ হয়ে শিগগিরই দেশে ফিরুন এবং ভবিষ্যতে সুনামগঞ্জ-১ আসনের নেতৃত্ব দিয়ে জাতীয় সংসদে আমাদের প্রতিনিধিত্ব করুন।”