ছাতকে রাধানগর কমিউনিটি ক্লিনিকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর কমিউনিটি ক্লিনিকে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার সীমান্তিক কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি মাতৃদুগ্ধের উপকারিতা ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন।
এসময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পলি দও, উপজেলা সুপারভাইজার নমিতা মালাকার, সিএম বিউটি কর, রায়হানা ইয়াসমিন, প্যারামেডিক স্বর্ণা মালাকার, জিএসএম আছিয়া বেগমসহ স্থানীয় গর্ভবতী নারী ও সচেতন জনগণ।